শিবগঞ্জে শিফালী রানী ২ ছেলেকে নিয়ে স্কুলের বারান্দায় বসবাস দেখার কেউ নেই

বগুড়ার শিবগঞ্জে গৃহহীন শিফালী রানী (৬৫) তার ২ ছেলেকে নিয়ে ১ বছর যাবৎ স্কুলের বারান্দায় বসবাস করছে, দেখার কেউ নেই।জানা যায়, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব জাহাঙ্গীবাদ পানাতে পাড়া গ্রামের মৃত: বিমল চন্দ্র বিশ্বাস গত এক যুগ পূর্বে মারা যায়। তার স্ত্রী শিফালী রানী ২ ছেলে ও মেয়েদের নিয়ে অন্যনের বাড়িতে কাজ করে এবং অন্যের দোয়ারে চেয়ে চিন্তে কোন রকম জীবন যাপন করেন। তার স্বামীর বসত বাড়ির জায়গা না থাকায় তারা অন্যের দেওয়া জায়গায় ছাপড়া করে বসবাস করতো। সেখানেও তারে বেশীদিন ঠাঁই হয় নাই। বর্তমানে করোনা কালীন সময়ে শিবগঞ্জ হাট সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় যুবক দুই সন্তানকে নিয়ে কোন রকম জীবন যাপন করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিফালী রানী সহ তার দুই ছেলে শ্রী বিশ্বনাথ (২৫) ও শ্রী গোবিন্দ চন্দ্র বিশ্বাস (২২) কে নিয়ে বিদ্যালয়ের বারান্দায় বসবাস করছে। তারা কান্না জনিত কন্ঠে বলেন, আমরা গরীব মানুষ আমাদের দেখার কেহ নেই, আমাদের মাথা গোজার মত ঠাঁই টুকুও নেই। তিনি বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর আমার সন্তানদের নিয়ে অতি কষ্টে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। আমাকে কোন জনপ্রতিনিধিরা বিধবা ভাতা কার্ড বা সরকারি কোন সুযোগ সুবিধা দেয় নাই। আমরা গরীব মানুষ বলে আমাদের পাশে কেহ দাড়ায় না। আমাদের একমাত্রই ভরসা ঈশ্বর। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু বলেন, বিষয়টি আমার জানা নেই তবে ভবিষ্যতে সরকারি সুযোগ সুবিধা পেলে তাদেরকে অগ্রাধিক দেওয়া হবে।