শাজাহানপুরে ৩০০ দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটালো বসুন্ধরা গ্রুপ

বগুড়ার শাজাহানপুরে উপজেলায় ৩০০ অসহায়, দরিদ্র পরিবারের মাঝে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন কালের কন্ঠ শুভসংঘের সহযোগীতায় এই খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ কালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কালের কন্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কন্ঠের বগুড়া ব্যুরোচীফ লিমন বাশার,শুভসংঘের জেলা শাখার সাধারন সম্পাদক শিশির মোস্তাফিজ, কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান, শুভসংঘের উপজেলা শাখার সভাপতি খোরশেদ আলম, সহ সভাপতি আব্দুল হালিম দুদু,শাজাহানপুর প্রেসকাবের সভাপতি আবুল কালাম আজাদ সাধারন সম্পাদক আতিকুর রহমান,সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান,মোশারফ হোসেন প্রমুখ।
হাস্যজ্জল মুখে শারীরিক প্রতিবন্ধী বলেন, আল্লাহ কারো না কারো উছিলায় তার বান্দাদের বিপদ থেকে রক্ষা করেন। বসুন্ধরা গ্রুপ দীর্ঘজীবি হউক। কালের কন্ঠ শুভসংঘের হয়ে যারা কাজ করছেন তাদের আল্লাহ ভাল করুন।
ষাটোর্ধ বৃদ্ধা আয়েশা বেওয়া। ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনি নিয়ে তার পরিবার। স্বামী মারা গেছেন অনেক বছর আগে। পরিবারের আয়রোজগারের একমাত্র অবলম্বন তার ছেলে। ছেলে আগে ঢাকায় রিক্্রা চালাতেন। কয়েক বছর আগে আয়েশা বেওয়া মেরুদন্ডের হাড় ভেঙ্গে বিছানায় শয্যাশায়ী হওয়ায় ছেলে বাড়ি ফেরেন। রাজমিস্ত্রির শ্রমিকের কাজ করে পরিবারের পাঁচজন মানুষের আহার জোগান। কিন্তু করোনায় রোজগার কমে যাওয়ায় মহা বিপদে পড়েন তিনি।
বৃদ্ধা আয়েশা বেওয়া বলেন, এই খাবার পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি তার ছেলের উপর থেকে কিছুটা হলেও চাপ কমাবে।শুধু মজনু মিয়া বা আয়েশা বেওয়া নয় সমাজে এরকম শত শত অসহায়. দরিদ্র পরিবার রয়েছে। তাদের মত এ উপজেলার তিনশত দরিদ্র পরিবার বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী পেয়ে মুখে হাসি ফুটে উঠেছে।