বগুড়ায় ইউনিয়ন আ’লীগ নেতা খুন,১২ জনের বিরুদ্ধে মামলা,১ জন গ্রেফতার

বগুড়ায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মমিনুল ইসলাম রকি (৩৩) হত্যা ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার নিহত রকির ভাই রুকু হোসেন বাদি হয়ে বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেন।পুলিশ মামলার ৮ নং আসামী শাজাহান আলী(৩২)কে গ্রেফতার করেছে।সে বগুড়া সদরের ফাঁপোড় মধ্যপাড়ার মৃত সাদেক আলীর ছেলে। উল্লেখ্য, হত্যা, অপহরণ চাঁদাবাজি,প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হাত কেটে নেওয়াসহ হাফ ডজন মামলার আসামী রকি গত মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়ন হাটখোলায় চিহ্নি সন্ত্রাসীদের হাতে খুন হয়। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, আট লক্ষাধিক টাকা লেন দেন,এলাকায় আধিপত্য বিস্তার ও অভ্যান্তরিন কোন্দলকে কেন্দ্র করে ওই এলাকার মাদক ব্যবসাীয় ও চিহ্নিত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান,রকির বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদকসহ ৬টি মামলা রয়েছে।কে এই রকি? পুলিশের একটি নির্ভরযোগ্য সুত্র ও এলাকাবাসি সুত্রে জানা যায়,রকির জন্ম সুত্রে বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার বাসিন্দা হলেও নানা কারণে সদরের ফাঁপোড় ইউনিয়নে কয়েক বছর আগে নানার বাড়িতে আশ্রয় নেয় । সেখানে ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে নিজেকে প্রচার প্রচারণা চালিয়ে আসছিল। এলাকার আধিপত্য বিস্তার, অভ্যান্তরিন কোন্দল, টাকা পঁয়সা লন দেন ও জায়গা দখল নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ সৃষ্টি হয়। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি দুপুরে রকি তার লোকজন নিয়ে সদরের কৈচড় এলাকায় আলহাজ নুরুননবী মন্ডলের ছেলে জহুরুল হক মন্ডল মমিনের বেশ কিছু জমি দখল করে।সেসময় বিপ্লব হোসেন সোহেল, ইসমাইল হোসেন পুটু ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় এবং দু’টি মটর সাইকেল ও ডিস অফিস ভাংচুরের ঘটনা ঘটে।ওই ঘটনায় জহুরুল হক রকিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।মামলার পর কৈচড় এলাকাবাসী রকিকে গ্রেফতারের জন্য শহরের সাতমাথা ও ফাঁপোড় এলাকায় মানব বন্ধনসহ বিভিন্ন কর্মসুচি পালন করে। এছাড়াও ২০১৪ সালের ১ লা জানুয়ারি বিকেলে তুচ্ছ ঘটনায় বগুড়া শহর শ্রমিকলীগের ২ নং ওয়ার্ড কমিটির সহ-সাধারণ সম্পাদক বৃন্দাবনপাড়ার সৌরভ হাসানকে বারপুর থেকে অস্ত্রের মুখে জিম্মী করে অপহরণ করে ফাঁপোড় ’র একটি জঙ্গলে নেয় এবং সেখানে গাছের সাথে হাত মুখ বেঁধে রাম দা দিয়ে কুপিয়ে ডান হাতের কুনই ও কবজি কেটে দ্বিখন্ডিত করে মাটিতে ফেলে দেয়। সৌরভ বাম হাত দিয়ে বাধা দেওয়ার চেস্টা করলে রকি বাম হাতের শাহাদত ও মধ্যমা আগুল কেটে নিয়ে মাটিতে ফেলে দেয়।পুলিশ জানায়, ২০১৩ সালে একটি হত্যা মামলায় রকি ২ নং আসামী ছিল। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, রকির বিরুদ্ধে হত্যা,অপহরণ, চাঁদাবাজি, মাদকসহ ৬টি মামলা রয়েছে।সে ফাঁপোড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক। পুলিশ বলছে নেপথ্যে টাকা লেনদেন, এলাকার অধিপত্য বিস্তার ও অভ্যান্তরিন কোন্দল এসব বিষয় নিয়ে মামলার তদন্ত চলছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার এস আই জহরুল ইসলাম জানান,রকি হত্যা মামলার আসামী শাজাহান আলীকে গ্রেফতার করা হয়েছে। অন্যানদের গ্রেফতারের চেস্টা চলছে।