পঞ্চগড়ের কোভিড-১৯ রোগীদের জন্য পাঁচটি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর

পঞ্চগড়ের ৫ উপজেলার কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা সেবার জন্য আমেরিকা প্রবাসী পঞ্চগড় কল্যাণ সমিতি নিউইয়র্ক পাঁচটি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে।
শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে এসব অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করা হয়। পরে জেলা প্রশাসক এসব অক্সিজেন কনসেন্ট্রেটর সিভিল সার্জনকে প্রদান করেন।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাদ জাহান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম সফিক ও আমেরিকা প্রবাসী ফজলে রাব্বী বক্তব্য দেন।
জার্মান প্রযুক্তিতে চীনে তৈরী এসব অক্সিজেন কনসেন্ট্রেটর নিজে নিজেই অক্সিজেন তৈরী করবে এবং রোগীরা তা ব্যবহার করতে পারবে।