বগুড়ার ফাঁপোরে রকি হত্যা: ১০ জনের নামে মামলা, গ্রেফতার ১

বগুড়া (সদর) প্রতিনিধিঃ বগুড়ায় চাঞ্চল্যকর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রকি (৩৭) হত্যার ৪২ ঘন্টা পর ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। মামলায় আজ্ঞাত আসামী করা হয়েছে আরও ১০ থেকে ১২ জনকে।
জানাগেছে, মমিনুলের ছোট ভাই রুকু ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় বৃহস্পতিবার বিকেলে এই মামলা করেন। মামলা সুত্রে জানা যায়, আসামীরা হলেন, গাউসুল আজম (২৭),মোহাম্মাদ মানিক (৩৭), মোহাম্মাদ আলী (৩২),মেহেদী হাসান (২৭), মোহাম্মাদ পলাশ (৪০), পারভেজ হোসেন (২৭), সৈকত হোসেন (১৯), শাহাজাহান আলী (৪৭), মোহাম্মাদ হাবিব (২২) ও মোহাম্মাদ আরিফ (২৫)। আসামীদের সবার বাড়ি ফাঁপোড় ইউনিয়নে। আসামীদের মধ্যে বিকেলে শাহাজাহান আলীকে কৈচড় এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে।
উল্লেখ্যঃ গত মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরতলীর ফাঁপোড় ইউনিয়নের ফাঁপোড় হাটখোলায় এ হত্যাকান্ড ঘটেছে। নিহত মমিনুল ফাঁপোড় মন্ডলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। দুর্বৃত্তরা রামদা দিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।