নন্দীগ্রামে ড্রাগন চাষ করে স্বাবলম্বী হলেন হালিম

নন্দীগ্রামে ড্রাগন চাষ করে স্বাবলম্বী হয়েছেন হালিম। ড্রাগন ফলকে কয়েক বছর আগেও বাংলাদেশের মানুষ জানতো এটি একটি বিদেশি ফল। কিন্ত সময়ের সাথে সাথে এখন বাংলাদেশে এ ফলের চাষ এতটা বেড়েছে যে এখন এটি দেশি ফল বলেও পরিচিতি লাভ করেছে। বর্তমানে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় এ ফলের চাষ ছড়িয়ে দিতে নানা ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষি কর্মকর্তারা। ইতি মধ্যে অত্র উপজেলা‘র বেশ কিছ যায়গায় ড্রাগন ফলের চাষ শুরু হয়েছে।
বুড়ইল ইউনিয়নের সিনজানী গ্রামের মাহফুজার রহমান তার নিজ গ্রামে একটি নার্সারী গড়ে তোলেন উক্ত নার্সারীতে নানারকম হাইব্রিড জাতের ফুলকপি, বাধাকপি, টমেটো, মরিচ, বেগুন, পেপে, সহ বিভিন্ন জাতের চারা উৎপন্ন করে বাজারে বিক্রয় করে আসছে। এই নার্সারী বাণিজ্যিক ভাবে সাফল্য অর্জন করেছেন। প্রাপ্ত তথ্য জানা গেছে, মাহফুজুর রহমানের ছেলে আব্দুল হালিম তার পিতার কাছ থেকেই এই ড্রাগন চাষের অনুপ্রেরণা পেয়েছেন।
সেই আলোকে আব্দুল হালিম জানান,নাটোরের গোলাম নবীর ড্রাগন বাগান থেকে ৪০ টাকা মূল্যে ২শ টি চারা ক্রয় করে গত ১লা জানুয়ারি ২০২০ তারিখে ৬শতক জায়গার উপরে ড্রাগন চারা রোপন করে, , পিলার টায়ের সার কিটনাশক নিরানী নেট ক্রয় সহ সর্বমোট তার ৩০ হাজার টাকা খরচ হয়।
সরেজমিনে তার ড্রাগন বাগানে গিয়ে দেখা যায় ড্রাগন পাকতে শুরু করেছে এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ৩৫০ টাকা কেজি দরে ক্রয় করে নিয়ে যাচ্ছে।
হালিম এই প্রতিনিধিকে জানান, গত মে ২০২১ থেকে এই ড্রাগন ফল বিক্রয় শুরু করেছি প্রতি মাসে ২০ থেকে ৩০ কেজি ড্রাগন ফল বাগান থেকে তোলা যায়। বর্তমানে তিনবার ড্রাগন তুলে ২০ থেকে ২৫ হাজার টাকা বিক্রয় করেছি। ৮ মাস পর পর বাগানে ড্রাগন ধরে পাকতে শুরু করে, তিনি আরো জানান, ড্রাগন ফলের জিবনকাল ৩০ থেকে ৪০ বছর, সে বাগানে গোলাপি, সাদা, ও লাল রঙের ড্রাগনফল চাষ করেছে। বর্তমানে তার বাগান থেকে ড্রাগন ফলের চারা বিক্রয় করা হচ্ছে প্রতিটি চারার মূল্যে ৪০ টাকা, আব্দুল হালিম আশা করেন এই মৌসুমে তিনি ৫০ হাজার টাকা‘র ড্রাগন ফল বিক্রি করবেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা সুজন কুমার বলেন, আব্দুল হালিমের ড্রাগন ফল বাগানে আমি নিয়মিত যাই এবং বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করি। উ
পজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু এই প্রতিনিধিকে জানান, গত (২৬ জুলাই) আমি আব্দুল হালিমের ড্রাগন বাগান পরিদর্শন করেছি এবং তাকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করি, হালিম ড্রাগনের ভালো মূল্য পাওয়ায় খুব খুশি এবং হালিম তার ড্রাগন চাষ বাড়ালে তাকে সার্বিক সহযোগীতা করা হবে।