প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১ ১৭:২১

হিলিতে ১৮ জনকে ২০ হাজার টাকা জরিমানা

হিলি দিনাজপুর প্রতিনিধি
হিলিতে ১৮ জনকে ২০ হাজার টাকা জরিমানা
স্বাস্থ্য বিধি ও সরকারি আদেশ অমান্য করে বিনা প্রয়োজনে বাহিরে অযথা চলাফেরা এবং দোকানপাট খোলা রাখার দায়ে দিনাজপুরের হিলিতে ১৮ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম।
 
শনিবার (৩১ জুলাই) দুপুরে তিনি নিশ্চিত করেন।
 
হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর- এ আলম জানান, শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত হিলির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে ঘোরাফেরা এবং দোকানপাট খোলা রাখছে। এই অপরাধে ১৮ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
অভিযানে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ সহ পুলিশ সদস্য, আনসার এবং বিজিবি সদস্যরা সাথে ছিলেন। আমাদের এই অভিযান চলমান থাকবে।
উপরে