প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১ ১৭:২৮

আদমদীঘিতে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার নারীসহ গ্রেপ্তার ৩

আদমদীঘি(বগুড়া)সংবাদদাতা
আদমদীঘিতে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার নারীসহ গ্রেপ্তার ৩

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ও ফাঁড়ি পুলিশ ভিন্ন অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার ও নারী মাদকস¤্রাট রহিমা বেগম সহ তিনজনকে গ্রেপ্তার করেছেন। এব্যাপারে থানায় র্পৃথক মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, আদমদীঘির সান্তাহার কিছু স্থানে মাদকবেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদে আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেল নাজরান রউফ ও এসআই সোলাইমান সঙ্গীয় ফোস নিয়ে সান্তাহার চাবাগান  নজরুল ইসলামের বসতবাড়ীতে অভিযান চালিয়ে  ইয়াবা, গাঁজা ও এ্যাম্পল এবং মাদকবিক্রির টাকা উদ্ধার সহ রহিমা বেগম ও সান্তাহার ইয়াকলোনীর বুলেটের ছেলে তৌহিদ কে  গ্রেপ্তার করেন। পুলিশ জানায় রহিমা বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আদালত থেকে জামিনে বের হয়ে পুনরায় মাদক বেচাকেনা করে থাকেন। অপর দিকে ফাঁড়ী পুলিশ
৪২লিটার দেশীয় চোরাই মদসহ গোলাম রসুলের ছেলে রওশন আলী (৩৪) কে গ্রেপ্তার করেছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮ টায় সান্তাহার ইয়ার্ড কলোনী মহল্লায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

উপরে