প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১ ২১:৩৯

আ’লীগ নেতা রকি হত্যা মামলার প্রধান আসামী গাউছুলসহ ৭ জন গ্রেফতার

দেশি বিদেশী অস্ত্র গুলি -উদ্ধার
ষ্টাফ রিপোর্টার
আ’লীগ নেতা রকি হত্যা মামলার প্রধান আসামী গাউছুলসহ ৭ জন গ্রেফতার

বগুড়ায় চাঞ্চল্যকর আওয়ামীলীগ নেতা মমিনুল ইসলাম রকি (৩৩) হত্যা মামলার প্রধান আসামী কিলিং মিশনে নেতৃত্বকারি সন্ত্রাসী গাউছুল আজম(২৮)সহ ৭ আসামী  বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্র গুলিসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। র‌্যাব জানায়, গাউছুল আজম বগুড়া সদরের ফাঁপোড় এলাকার আব্দুল মজিদের ছেলে। অন্যান্য আসামীরা হলো একই এলাকার রেজাউল করিমের ছেলে ফুয়াদ হাসান মানিক(২৯) গ্রেফতারকালে গাউছুল ও মানিকের হেফাজত থেকে র‌্যাব সদস্যরা ১ টি বিদেশী পিস্তল,১ টি ম্যাগাজিন,৩ রাউন্ড গুলি ও একটি চাপাতি ও দু’টি মোবাইলসেট উদ্ধার করেছে।এছাড়াও অন্যান্য গ্রেফতারকৃতরা হলো বগুড়া সদরের কৈচড় এলাকার মহসিন আলীর ছেলে মেহেদী হাসান(১৮),ফাঁপোড় এলাকার আখের আলীর ছেলে আরিফুর রহমান (২৮),মালগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে আলী হাসান (২৮), কৈচড় এলাকার মাজেদ আলীর ছেলে ফজলে রাব্বী(৩০) ও বেলগাড়ি এলাকার রেজাউল করিমের ছেলে আহাদ(২০)। র‌্যাব ১২ বগুড়া কোম্পানীর সদস্যরা রংপুরের  বদরগঞ্জ’র ছোট হাজিরপুর ফকিরগঞ্জ’র  রমজান এর বসতবাড়ী থেকে উপরোক্ত আসামীদেরকে গ্রেফতার করে।নিহত রকি বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি সদরের ফাঁপোড় এলাকায় বসবাস করেন। তিনি ফাঁপোড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। যে ভাবে গ্রেফতার করা হয়-র‌্যাব ১২ বগুড়া ক্যাম্পের গোয়েন্দা সংস্থার সদস্যরা জানতে পারেন আসামীরা রংপুরের বদরগঞ্জ এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২ বগুড়া স্পেশাল কোম্পানীর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন(জি) বিএন’র নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় গাউছুল ও মানিক ব্যতিত অন্যান্যদের গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোত্তিতে আজ শনিবার ভোর রাতে র‌্যাবের ওই টিম বগুড়ার ফঁপোড় উচ্চবিদ্যালয়ের প্রদান ফটকের পাশ থেকে গাউছুল আজম ও মানিককে একটি বিদেশী অস্ত্র, ৩ রাউন্ডগুলি একটি দেশীয় অস্ত্র ও দু’টি মোবাইলস্টেসহ গ্রেফতার করে।উল্লেখ্য,গত ২৭ জুলাই রাত সাড়ে ৯ টার দিকে রকি ফাঁপোড় বাজার এলাকা মাঠে কয়েকজন লোকের সঙ্গে গল্প করছিলেন । এসময় ১৫-২০ জনের সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে । এর পর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে রকিকে উপর্যুপরি কুপি ফেলে রেখে যায়।পরে লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক)  হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তিনি মারা যান।ওই ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে গত বৃহস্পতিবার নিহত রকির ছোট ভাই রুকু হোসেন বাদি হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।পুলিশ মামলার আসামী শাজাহান আলী(৪০)কে গত বৃহস্পতিবার বিকেলে ফাঁপোড় এলাকা থেকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা, মাদক সেবন ও অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে লিপ্ত ছিল। নিহত রকি আসামীদেরকে মাদক সেবন, মাদক ব্যবসা ও অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে বাধা প্রদান করত। এ ছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রকি ফাঁপোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী ছিলেন। আসামীদের মনে ভয় ছিল। সে চেয়ারম্যান নির্বাচিত হলে তাদের অবৈধ কর্মকান্ড বাধাগ্রস্থ হবে। এসব বিষয় নিয়ে প্রধান আসামী গাউছুল আজম তাকে হত্যার পরিকল্পপনা করে এবং তার সহযোগিদের নিয়ে  কিলিং মিশনে অংশ গ্রহণ করে রকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। র‌্যাব ১২ এর  লেঃ কমান্ডার মোঃ আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন জানান, গ্রেফতারকৃদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপরে