বগুড়ায় জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ীতে হামলা, বৃদ্ধ নারীসহ আহত ৮
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ীতে হামলা চালিয়ে বৃদ্ধ নারীসহ আটজনকে মারধর করে আহত করা হয়েছে। এমনকি গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথেও বাধা দেওয়া অভিযোগ উঠেছে।
আহতরা সবাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত ২৯ শে জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে আট টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের পাইকড়তলী গ্রামে এই মারপিটের ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানা গেছে, জমিজমা সংক্রান্ত মামলার বাদি, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম মহুরির ছেলে সাজ্জাদ করিম কে হত্যা করার উদ্দেশ্যে বৃহস্প্রতিবার রাতে ১৮ থেকে ২০ জন সন্ত্রাসী ওই বাড়ীতে হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে সাজ্জাদ করিম কে মারপিট করতে থাকে। তাকে বাচাতে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে আহত করা হয়। অন্য আহতরা হলেন, শারমিন সুলতানা, খুকি বেওয়া, শারমিন বেগুনি, তফুরা বেওয়া, শোষি আক্তার, হেলাল মন্ডল ও শাহিন আহমেদ। আহতদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে এক পর্যায়ে হামলাকারীরা চলে গেলে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আবারও বাধা দেওয়ার ঘটনা ঘটে। পরে থানা পুলিশ কে খবর দিলে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দুরুল হোদা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এবিষয়ে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ দুরুল হোদা'র সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থল থেকে রক্তমাখা জামা কাপড় ও মারপিটে ব্যাবহৃত রড লাঠিসোটা এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মামলা হলে সঠিক তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।