বানারীপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি শাহে আলমের পক্ষে আ.লীগের পুষ্পার্ঘ অর্পণ

বরিশালের বানারীপাড়ায় শোকের মাসের প্রথম প্রত্যুষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রবিবার পহেলা আগস্টের ভোরে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম ও আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে মুক্তির মহা-নায়ককে এ বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর সভাপতিত্বে ‘তুমিই বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেন,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী,ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম,কাউন্সিলর জাহিদ হোসেন সরদার ও ফিরোজ হোসেন,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তপন কুন্ডু,সিরাজুল ইসলাম মিঠু,মো. ফারুক হোসেন, খাদেম হোসেন, মিন্টু হাওলাদার, হুমায়ুন কবির সনেট প্রমূখ।