শিবগঞ্জে প্রাচীনতম মন্দির সংস্কারের নামে ভেঙ্গে দোকান নির্মাণের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ সর্ব জনীন হরে কৃষ্ণ সনাতন নারী সংঘের সাধারণ সম্পাদক শেফালী রাণী ও সভানেত্রী দেবী রাণী মোহন্ত স্বাক্ষরিত এক পরিপত্রে দুর্গা মন্দির, রাঁধা গোবিন্দমন্দির, স্ব-স্ব স্থানে রাখার আবেদন জানিয়েছেন শিবগঞ্জ পৌর মেয়রের কার্যালয়।
অভিযোগ সূত্রে জানা যায়, শত বর্ষের প্রাচীন রাঁধা গোবিন্দ মন্দির, দুর্গা মন্দির এবং কালি মন্দির শিবগঞ্জ উপজেলার প্রশাসনিক প্রাণ কেন্দ্র উপজেলা ফটকের সামনে অবস্থিত। মন্দির গুলোতে দীর্ঘদিন যাবৎ ভক্তবৃন্দ পূজা-অর্চনা, প্রার্থনা, সাধনা ও মনোবাসনা পূরণের জন্য বিভিন্ন প্রার্থনা করে আসছে। ইতিমধ্যে শিবগঞ্জ সর্ব জনীন হরে কৃষ্ণ সনাতন নারী সংঘের আয়োজনে প্রতি বৃহস্পতিবার সহ অন্যান্য তিথিতে মন্দিরে পূজা-অর্চনা কীর্তন অনুষ্ঠিত হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ ও ভোগ বিতরণ করা হয়। বর্তমান কমিটি প্রাচীনতম এই মন্দিরগুলো ভেঙ্গে ব্যক্তিগত সহযোগিতা ও হিন্দু কল্যাণ ট্রাস্ট হইতে ১০ লক্ষ টাকা অনুদান আসায় তারা মন্দিরগুলো ভেঙ্গে মার্কেট নির্মান করে পছন্দের ব্যক্তিদেরকে নাম মাত্র মূল্যে পজিশন বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এমতাবস্থায় শিবগঞ্জের দুর্গা মন্দির ও রাঁধা গোবিন্দ মন্দির, কালি মন্দির যথাযথ স্থানে রেখে নতুন মন্দির স্থাপনের ব্যবস্থাগ্রহণের জন্য মেয়র বরাবর আবেদন জানিয়েছেন। নেত্রীরা ধর্মীয় অনুমোদিত আঘাত ও সংখ্যা গরিষ্ঠ সমর্থকদের সিদ্ধান্তকে অবজ্ঞা করে এই মন্দির নির্মাণ করা সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ গ্রহণের জন্য সুদৃষ্টি কামনা করেছেন।