নন্দীগ্রামে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

নন্দীগ্রামে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। গত রবিবার বিকাল ৩টায় নন্দীগ্রাম সম্মিলিত উন্নয়ন প্রকল্প নন্দীগ্রাম আইডিপি উদ্যোগে অত্র অফিসে পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম বাস্তবায়নে ৫০টি অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ফল কাঠ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন পৌর মেয়র আনিছুর রহমান, জেলা সম্নয়কারী আব্দুল খালেক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসকাবের সভাপতি মো: ফজলুৃর রহমান,ও সিনিয়র ডিজাইনার মো: কামরুল ইসলাম,সফিকুল ইসলাম প্রমুখ।