শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে অবৈধ ভাবে গাজা চাষের অপরাধে এক ব্যক্তি আটক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামত পুর গ্রামে একটি নির্মানাধীন বাড়ীতে অবৈধ ভাবে গোপনে গাঁজা চাষ করার অপরাধে এক ব্যক্তিকে আকট করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল হান্নান মন্ডলের ছেলে মোহাম্মদ এনামুল হক (৩৫) তার নির্মানাধীন বাড়ীতে গোপনে অসৎ উদ্দেশ্যে ২টি গাঁজার গাছ রোপণ করে দীর্ঘদিন যাবৎ পরিচর্যা করে গাঁজা বিক্রির উদ্দেশ্যে গাছ ২টি বড় করেছেন। আর কিছু দিনের মধ্যেই গাছ দুটি পরিপক্ক হয়ে ফুল ফুটে জটা ধারণ করতো। একপর্যায়ে শিবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোপনকৃত গাছ দুটি জব্দ করে মোহাম্মদ এনামুল কে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে দায়িত্ব প্রাপ্ত বিট অফিসার ও তদন্তকারী কর্মকর্তা এস আই বেলাল হোসেন জানান, সে অসৎ উদ্দেশ্যে বেআইনী ভাবে তার বাড়ীতে গাঁজা চাষের অপরাধে তাকে আটক করা হয়েছে। জব্দকৃত গাছ দুটি অনুমানিক ওজন ৭ কেজি, দৈর্ঘ প্রায় ৮ ফুট। এ ঘটনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, অবৈধ ভাবে গাঁজা চাষের অপরাধে আটকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বগুড়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।