বগুড়ার শেখেরকোলায় ওয়ার্ড বিএনপির সভাপতির মৃত্যুতে শোক প্রকাশ

দীর্ঘ তের দিন করোনার সাথে যুদ্ধ করে না ফেরাদেশে চলেগেলেন বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহেদুর রহমান (৪৮)। তিনি গত তের দিন পূর্বে করোনায় আক্রান্ত হয়ে বগুড়া মহাম্মদ আলী হাপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিবাগত রাত ২টায় মৃত্যু বরণ করেন,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউর)। সে বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকা গ্রামের সোলায়মান আলীর পুত্র। আজ রবিবার সকাল ৮টায় তার নিজ বাসভবনে জানাজা শেষে দাফন সম্পর্ণ হয়েছে। মৃত্যু কালে ২ছেলে, স্ত্রী ও মা-বাবাসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, শেখেকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইলাম রশিদ মৃধা, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামন রকিব, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ মাষ্টার, আব্দুল লতিফ প্রাং, ডাঃ ইলিয়াস হোসেন, আলাল উদ্দিন, এনামুল হক বাবলু, হাফিজার রহমান, মুকুল মিয়া, জিল্লার রহমান, বিএনপিনেতা ছামছুল আলম, বুলবুল আহম্মেদ, আব্দুর রহিম, সেলিম হোসেন, সজল প্রমুখ।