নন্দীগ্রামে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাকে বিদায়ী সম্মাননা
বগুড়ার নন্দীগ্রাম থানায় আকস্মিক পরিদর্শন করেছেন জেলার বিদায়ী পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা বিপিএম-বার।
গতকাল রোববার সন্ধ্যায় থানা পরিদর্শন প্রাক্কালে পুলিশ সুপারকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান, থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আবুল কালাম আজাদ, উপ-পরিদর্শক নূর আলম, উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী, উপ-পরিদর্শক চাঁন মিয়া, উপ-পরিদর্শক সুলতান মাহমুদ, উপ-পরিদর্শক শরিফুল ইসলাম, উপ-পরিদর্শক খায়রুল ইসলাম, উপ-পরিদর্শক রফিকুল ইসলাম, উপ-পরিদর্শক রেজাউল করিম, নন্দীগ্রাম উপজেলা প্রেস কাবের সাংবাদিক প্রতিনিধি নজরুল ইসলাম দয়া প্রমূখ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি