বগুড়ায় করোনা ও উপসর্গে নিয়ে ১৬ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও এ ভাইরাসের উপসর্গে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত ৭ জন এবং উপসর্গে ৯ জনের মৃত্যু হয়। তারা সবাই বগুড়ার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭২ জন।
তবে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের হার কমেছে। সেইসঙ্গে বেড়েছে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৭ জন। একই সময়ে করোনা থেকে সেরে উঠেছেন ২২৩ জন।রোববার (১ আগস্ট) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৫৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১৩৭ জনের। নমুনা পরীক্ষা হিসাবে শনাক্তের হার ২৩ দশমিক ৭৪ শতাংশ। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৯৯৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৬১ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগী এক হাজার ৫৬১ জন।