সারিয়াকান্দিতে থামেনি অবৈধ বালু ব্যবসায়ীদের তৎপরতা
বগুড়ার সারিয়াকান্দিতে করোনার কারনে সবকিছু স্থবির হয়ে পরলেও বন্ধ হয়নি অবৈধ বালু ব্যবসায়ীদের বালু ব্যবসা। দিন-রাত সমান তালে চলছে বালু ব্যবসায়ীদের তৎপরতা। অবৈধ বালু ব্যবসায় ১০ চাকার ট্রাকে বালু পরিবহনের কারনে রাস্তা-ঘাট চলাচলের অনুপোযোগী হয়ে পরছে। উপজেলা প্রশাসন কর্মকর্তাদের কোভিড-১৯ এর কারনে ভিন্ন রকম তৎপরতায় ব্যস্ত থাকায় বালু ব্যবসায়ীরা বর্তমানে সরব হওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
স্থানীয় সূত্রে জানাগেছে, সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদী প্রবাহমান। নদীটির বিভিন্ন স্থান থেকে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালু ব্যবসায়ীরা যমুনা নদীর ডান তীরের বিভিন্ন স্থানে পাহাড় সমান বালুর স্তুপ করেছেন। খোজ নিয়ে জানাগেছে, যমুনা নদীর ডান তীরে কমপক্ষে ৬টি স্থানে এই পাহাড় সমপরিমান বালুর স্তুপ রয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষের সৃষ্টি বালুর পাহাড় দেখার জন্য বহু লোকের সমাগম হয়।
নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার জন্য একদিকে যেমন ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে বিভিন্ন সময় নদীর তীর রক্ষার জন্য বিভিন্ন স্থাপনা হুমকির সম্মুখীন হয়ে পরেছে। এছাড়াও দিনরাত হরদম এই বালু দেশের বিভিন্ন স্থানে পরিবহনের কারনে প্রধান প্রধান সড়কে বিভিন্ন স্থানে দেবে গেছে। এছাড়াও সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়ে ছোট-বড় অনেক খানাখন্দ। দেবে যাওয়া ও খানাখন্দে ভরা এসব সড়কে যাত্রীবাহী বিভিন্ন যানবাহন দুর্ঘটনার কবলে পরছে জানান স্থানীয়রা।
এ ব্যাপারে সারিয়াকান্দি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম (পটল) বলেন, ঈদ গাঁ মাঠ, মসজিদ, মন্দিরের মাটি ভরাট করতে গেলে প্রশাসনের তরফ থেকে মেশিন দিয়ে বালু তোলা যাবেনা বলে বার বার নিষেধ করা হলেও ড্রেজার মেশিন বসিয়ে পাহাড় সম পরিমাণ বালু স্তুপ করে পরে তা বিক্রি করা হলেও প্রশাসনের কারো কেন নজরে আসেনা তা আমার বোধগম্য নয়। এছাড়াও যমুনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও পরিবহণের কারনে পরিবেশ ও রাস্তাঘাটের যে বিপর্যয় হচ্ছে তাতে প্রশাসনের নজর দেয়া দরকার।
অবৈধ বালু ব্যবসায় জড়িত উপজেলার চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মো: শাহাদত হোসেন (দুলাল) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোন অবৈধ বালু ব্যবসার সাথে জড়িত নই। যারা জড়িত আপনারা তাদেরকে বলুন। আমার এখানে যে স্থানে বালুর স্তুপ করা হয়েছে সেটা আমার নিজস্ব সম্পত্তি। বালুর পয়েন্ট করার জন্য আমার প্রায় ৪০ বিঘা জমি ব্যবহার করা হয়েছে এখানে। এই জমির মাসিক ভাড়া বাবদ ১ লক্ষ ২৫ হাজার টাকা পেয়ে থাকি মাত্র।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেল মিয়া বলেন, কোভিড-১৯ এর কারনে আমাদের কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে, এছাড়াও বন্যার কারনে প্রতিদিন ভিন্ন রকরেম পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে। ফুরসত নেই এখন আমাদের। এ সুবাদে হয়তবা বালু ব্যবসায়ীরা রাতের বেলায় বালু ব্যবসায় সরব হয়ে ওঠেন।