পঞ্চগড়ের প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘরে ঠাঁই পাচ্ছে ২৪১৬টি পরিবার

আজ থেকে ক’বছর আগেও ছিল না তাদের মাথা গোজার ঠাঁই। মানুষের জমিতে বা রাস্তার ধারের সরকারি জমিতে খড়-বাঁশ অথবা টিনের ছাপড়া দিয়ে তৈরী ঘরে দিনযাপন করতে হতো পরিবার পরিজন নিয়ে। তারা কোনদিন কল্পনাও করতে পারেনি একদিন তাদের হবে পাকা বাড়ি। তাদের ভাগ্যে এখন জুটেছে জমির মালিকানাসহ পাকা বাড়ি। রয়েছে বিদ্যুৎ সুবিধাও। সারাদিন কাজ শেষে মহা আনন্দে শান্তির ঘুম দিতে পারছে তারা। এটাচ্ড বাথরুমসহ দুই করে ওই পাকা ঘরে থাকছে রান্নাঘর ও বারান্দা। থাকছে সুপেয় পানির জন্য টিউবওয়েল। যা একটি ছোট পরিবার থাকার জন্য যথেষ্ট। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব ঘরে ঠাঁই হয়েছে হাজারো ভূমিহীন-গৃহহীন মানুষদের। তাদের সূখের এই দিনে তারা প্রধানমন্ত্রীকে দোয়া আর আশির্বাদ জানাতে ভুলে যাননি।
পঞ্চগড় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলায় জমি নেই ঘর নেই এমন ‘ক’ তািলকাভূক্ত পরিবারের সংখ্যা পাঁচ হাজার ৫৪৩টি, ১০ শতাংশ পর্যন্ত জমি আছে কিন্তু ঘর নেই এমন ‘খ’ তালিকাভূক্ত পরিবারের সংখ্যা দুই হাজার ৯৯১টি এবং ১০ শতাংশ পর্যন্ত জমি আছে, ঘর আছে কিন্তু জরাজীর্ণ এমন ‘গ’ তালিকাভূক্ত পরিবারের সংখ্যা দুই হাজার ৩২১টি। প্রথম দফায় ‘ক’ তালিকাভূক্ত এক হাজার ৫৭টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। আর দ্বিতীয় দফায় দেয়া হবে এক হাজার ৩৫৯টি পরিবারকে ঘর। এরই মধ্যে অর্ধেক পরিবারের কাছে এসব ঘর হস্তান্তর করা হয়েছে। বাকি অর্ধেক ঘরের নির্মাণ কাজও শেষের পথে। এসব ঘর নির্মাণের কাজ শেষ হওয়ার পরই তালিকাভূক্ত পরিবারের কাছে তা হস্তান্তর করা হবে।
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিলুপ্ত গারাতি ছিটমহলের রাজমহল পূর্ব বাগান গ্রামে খাস জমিতে নির্মাণ করা হয়েছে ১৩টি ঘর। ছিটমহলের অধিবাসীসহ আশপাশের গ্রামের ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঠাঁই হয়েছে এসব ঘরে। পার্শ্ববর্তি মাধই পাড়া গ্রামের তছলিম উদ্দীন (৬৫) স্ত্রী রাজিয়া বেগমকে নিয়ে বসবাস করছেন এখানে। তিনি জানান, বাপের অনেক জমাজমি ছিল। এখন কিছুই নেই। নিজের জমি বিক্রি করে দিয়ে সেখানেই পরিবারের সবাইকে নিয়ে বসবাস করতাম। এখন এখানে প্রধানমন্ত্রী আমাদের পাকা বাড়ি উপহার দিয়েছেন। জমির মালিকানার দলিলও দেয়া হয়েছে। বয়স হয়েছে। এখন আর শরীরও চলে না। ছেলেরা মাধই পাড়াতেই থাকে। মানুষের জমিতে কাজ করে। তারাই আমাদের দেখাশোনা করে।
পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। সেই আলোকে মুজিব বর্ষ উপলক্ষে তিনি সারাদেশে বহু মানুষকে ঘর উপহার দিয়েছেন। যা যা বিশ্বে অনন্য। সরকারি নির্দেশনা মেনে পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়নে দুই দফায় প্রধানমন্ত্রীর উপহার পাকা বাড়ি পাচ্ছেন ৫৪৪টি ভূমিহীন-গৃহহীন পরিবার। তিনি বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আমি বিভিন্ন ইউনিয়নে বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করেছি। নিয়মতান্ত্রীকভাবে এসব বাড়ির নির্মাণ কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত কোন অনিয়মের খবর আমার কানে আসেনি।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম বলেন, এক সাথে এতগুলো গৃহহীন মানুষকে সেমিপাকা ঘর প্রদান মাননীয় প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশে^র আর কোন দেশে এক সাথে এতগুলো গৃহহীন পরিবারের জন্য আশ্রয়ের ব্যাবস্থা করা হয়নি। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এটি বিশেষ উদ্যোগ। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ের ৫ উপজেলার বিভিন্ন এলাকায় উপযুক্ত সুবিধাভোগী বাছাই করে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। এখানে বাছাইয়ের ক্ষেত্রে আমরা ক্ষুদ্র নৃত্বাত্বিক জনগোষ্ঠি, বিলুপ্ত ছিটমহলের অধিবাসীসহ প্রকৃত গৃহহীন মানুষদের ঘর প্রদানের চেষ্টা করেছি এবং সরকারের প্রাক্কলন অনুযায়ী তাদের ঘর নির্মাণের খরচ করা হয়েছে। এটি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত বিশেষ প্রকল্প। এজন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজটি সম্পন্ন করা হচ্ছে।