বর্তমান সরকার পুলিশ বাহিনীকে আধুনিকতায় রূপান্তরিত করেছেন

বগুড়া জেলা প্রশাসক আলী আশরাফ ভূঁইঞা বিপিএম (বার) বলেছেন, পুলিশ জনগনের বন্ধু, সেবায় পুলিমের ধর্ম, বর্তমান সরকার পুলিশকে আধুনিক একটি পুলিশ বাহিনীতে রূপান্তরিত করেছেন। সেই সাথে পুলিশ বাহিনীকে তৃণমূল পর্যায়ে আইনী সহায়তা প্রদানের জন্য ইউনিয়ন পর্যায়ে বিট অফিসারের কার্যালয় স্থাপন করে জনগনকে দিচ্ছেন প্রাথমিক পর্যায়ের সকল সেবা। সেই সাথে এলাকার ছোট ছোট অপরাধ গুলি বিট অফিসে বসে নিরাসন করার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষকে আর কষ্ট করে থানা প্রত্যন্ত অঞ্চল গ্রামগঞ্জ থেকে থানায় আসতে হচ্ছে না। এখন আর পুলিশি সেবা নিতে কোন বিড়ম্বনায় পড়তে হয় না। তিনি সোমবার বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা ভবনের অভ্যন্তরে পুলিশ অফিসারদের মত বিনিময় করার জন্য একটি মত বিনিময় কেন্দ্র “স্বপ্ন সারথী” নামে একটি উম্মুক্ত আলোচনার জন্য বসার জায়গা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
“স্বপ্ন সারথী” কেন্দ্র উদ্বোধন ও বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা প্রদান শেষে এক আলোচনা ও মত বিনিময় সভা শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তানভীর হাসান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত আলী, এসআই বিরঙ্গ, তরিকুল ইসলাম, নাজমুল হাসান, জিন্নুর রহমান, বেলাল হোসেন প্রমুখ। মত বিনিময় সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ প্রশাসনের সেবার মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা মূলক সহ সার্বিক বিষয় নিয়ে জেলা পুলিশ সুপার বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।