তরুনরাই পারে সমাজের সকল সমস্যার সমাধান করতে: ফয়সাল মাহমুদ

অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া সদর সার্কেল ফয়সাল মাহমুদ বলেন, তরুনরা সমস্যার সৃষ্টি করলেও তরুনরাই পারে সমাজের সকল সমস্যার সমাধান করতে। আর সে জন্য তরুনদের গতিবিধির উপর নজর রাখতে হবে। করোনা কালে স্কুল-কলেজ বন্ধ থাকায় তরুন ও যুবকরা বাড়িতে থেকে কি করছে সে দিকে অভিাবকদের নজর রাখতে হবে। বাল্য বিবাহ যাতে না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। মঙ্গলবার দুপুবে মহিষবাথান হাফেজিয়া ক্বওমি মাদ্রাসা মাঠে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়ন ১৪ নং বিট পুলিশিং এর উদ্যোগে গণসচেতনা মুলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখেরকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুল ইসলাম রশিদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা, বিট ইনচার্জ এস আই সোহেল রানা, সহযোগী বিট ইনচার্জ এস আই ইমতিয়াজ হোসেন, সহকারী বিট ইনচার্জ এ এস আই ওবায়দুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নতুন সরকার, মহিষবাথান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হুমায়ন করিব কাজল, মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্জুরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ এর পরিচালক সহিদুল ইসলাম পারভেজ, সমাজসেবক আব্দুস সামাদ, রাবেক সরকার, হাবিবুর রহমান নুহু, রাশেদুজ্জামন রকিব, আব্দুল হামিদ মাষ্টার, আব্দুল লতিফ প্রাং, ডাঃ ইলিয়াস হোসেন, আলাল উদ্দিন, এনামুল হক বাবলু, হাফিজার রহমান, মুকুল মিয়া, জিল্লার রহমান, নাছিম, রকিব, মবারক মুন্সি প্রমুখ।