পঞ্চগড়ে বিদ্যুতের ফল্টের কারনে চলছে রেশনিং
জাতীয় গ্রীড থেকে সঞ্চালনকৃত বিদ্যুৎ ধারণ করার দুইটি ট্রান্সফরমারের একটি বিকল হয়ে পড়ায় পঞ্চগড় জেলায় বিদ্যুৎ ব্যবস্থায় চরম বিপর্যয় দেখা দিয়েছে। একটি ট্রান্সফরমার দিয়ে খন্ডকালীন বিদ্যুৎ সরবরাহ করে জেলার ৬টি ফিডার চালু রাখা হয়েছে। এতে করে প্রতিটি ফিডার এক ঘন্টা চালু রাখার পর আবার এক ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে। প্রচন্ড গরমে যখন মানুষের ত্রাহি অবস্থা তখন বিদ্যুতের বিপর্যয়ে নাভিশ্বাষ হয়ে উঠেছে। নেসকো থেকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্থ ট্রান্সফরমারটি রংপুর ডিপোতে পাঠানো হয়েছে। এটি মেরামত করে এলেই বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হবে।
নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড-নেসকোর পঞ্চগড় নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে পঞ্চগড় পাওয়ার ষ্টেশনে স্থাপন করা ৩৩ হাজার কেভি সঞ্চালন লাইনের দুটি ট্রান্সফরমারের একটি আকস্মিকভাবে অকেজো হয়ে যায়। এতে করে জেলা বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় নেমে আসে। দুপুরের পর থেকে একটি ট্রান্সফরমারের মাধ্যমে ৬টি ফিডারে খন্ড কালীন বিদ্যুৎ সরবরাহ করায় সংকট ঘনিভূত হতে থাকে। লো ভোল্টেজসহ খন্ডকালীন সময়ে বিদ্যুৎ সরবরাহ থাকায় শহরের পানি সরবরাহসহ গুরুত্বপূর্ন স্থাপনার সার্বিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। কলকারখানাসহ আবাসিক গ্রাহকরা পড়ে মহা দূর্ভোগে।
পঞ্চগড় নেসকোর নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান জানান, ৩৩ হাজার কেভির এই সঞ্চালন লাইনের ট্রান্সফরমারটিতে ত্রুটি দেখা দিলে তাৎক্ষনিক এটিকে রংপুর বিদ্যুৎ বিভাগের ডিপোতে পাঠানো হয়েছে। এটি মেরামত করতে অন্তত ২৪ ঘন্টা সময় লাগতে পারে। একটি ট্রান্সফরমার দিয়ে পুরো জেলায় এক সাথে বিদ্যুৎ বিতরণ সম্ভব নয়। বর্তমানে যেটি সচল রয়েছে সেটি দিয়ে জরুরী অবস্থা মোকাবেলা করা হচ্ছে। আশা করা যাচ্ছে রংপুর ডিপো থেকে ট্রান্সফরমারটি মেরামত হয়ে এলে বৃহস্পতিবারের মধ্যেই জেলার ৬টি ফিডারে একযোগে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।