বগুড়ায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপণ সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে পিকআপ থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ১২। আজ বুধবার বেলা ১১টায় বগুড়ার বি-ব্লক এলাকায় চেকপোষ্টের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে মাদকবাহী পিকআপটি আটক করা হয়। এসময় পিকআপে থাকা মাদক ব্যবসায়ী মোঃ শাকিল মিয়া (২৬) এবং মোঃ রবিউল ইসলাম (২৮) কে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় একই সাথে গাঁজা ও পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব।

ষ্টাফ রিপোর্টার