টিএমএসএস’র উদ্যোগে ও মেঘনা ব্যাংকের আর্থিক সহায়তায় বগুড়ার মাটিডালিতে খাদ্য সামগ্রী বিতরণ
টিএমএসএস’র উদ্যোগে ও মেঘনা ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় গতকাল বুধবার বগুড়ায় সংস্থার জোনাল অফিস মাটিডালিতে করোনা সংকট মোকাবেলায় বিপদগ্রস্থ, কর্মহীন, দরিদ্র অসহায় জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া পৌরসভার ১৭নং ওয়ার্ড কমিশনার ইকবাল হোসেন রাজু। টিএমএসএস এর আজীবন সদস্য ও মানবাধিকার কর্মী মুহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চু এর সভাপতিত্বে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস আই নজরুল ইসলাম, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপক শাহিনুর রহমান, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান, পরিচালক মোঃ মাহবুবুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস’র পরিচালক মোহাম্মদ আলী মিঠু। বিতরণকৃত খাদ্য সামগ্রী প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি মুড়ি, ২ লিটার তেল, ২ কেজি লবণ, ৩টি কাপড় কাঁচার সাবান ও ১টি গায়ে মাখা সাবান।

ষ্টাফ রিপোর্টার