পঞ্চগড়ে বঙ্গবন্ধুপুত্র শহীদ ক্যপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপিত
পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপনে বৃহস্পতিবার পঞ্চগড় জেলা প্রশাসন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে নানান কমসূচি পালন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘মুজিব চিরঞ্জব’ স্মৃতিস্তম্ভে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা উদীচী সংসদ, এম আর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন।
পরে অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি আলোচনা সভা। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তারা শেখ কামালের মুক্তিযুদ্ধ, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের নানান উদ্যোগের কথা তুলে ধরেন। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা প্রীতি ফুটবল ম্যাচ, জেলা লিল্পকলা একাডেমী বৃক্ষরোপণ কর্মসূচি, চারা বিতরণ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে।

পঞ্চগড় প্রতিনিধি