হিলি সীমান্তে হেরোইন, ইয়াবাসহ মা মেয়ে ও ছেলে আটক
দিনাজপুরের হিলি সীমন্তে মাক বিরোধী অভিযানে ৮৩ গ্রাম হেরোইন ও ১১০০ পিচ ইয়াবা সহ মা মেয়ে এবং ছেলেকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হিলির দক্ষিণ বাসুদেবপুর (ক্যাম্পপট্টি) এলাকার লিয়াকত হোসেনের স্ত্রী চায়না বেগম (৪৫), তার মেয়ে শাহিনুর রহমান স্মৃতি (২৬) ও ছেলে মোহাব্বত আলী (১৮)।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে ক্যাম্পপট্টি এলাকা থেকে হেরোইন ও ইয়াবা সহ তাদের পুলিশ আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর হিলি থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
তিনি জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসারসহ সঙ্গী ফোর্স নিয়ে দক্ষিণ ব্সুদেবপুর ক্যাম্পপট্টি এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে ৮৩ গ্রাম হেরোইন ও ১১০০ পিচ ইয়াবা সহ চায়না মা, মেয়ে ও ছেলেকে হাতেনাতে আটক করি।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি