নীলফামারীর কিশোরগঞ্জে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭২ তম জন্মবার্ষিকী পালিত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭২ ৩ম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমক ভাবে পালন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র মুর্যাল ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির শুভ সুচনা করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তীর সভাপতিত্বে আলোচনা সভা হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান শাপলা বেগম, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবুল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা কোফায়েত হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ঈমাম, প্রহিত, সাংবাদিক প্রমুখ। এর আগে বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষরোপন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক শাহনেওয়াজ।

কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি