আত্রাইয়ে ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্ম দিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও পরিষদ এবং মুক্তিযোদ্ধা কমান্ড বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল , সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, আ’লীগ পরিবারের সদস্য, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান, যুব উন্নয়ন অফিসার ফজলুল হকসহ সরকারী দফতরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি