বগুড়ার রামেশ্বর পুরের শতবর্ষী বৃদ্ধ সবার প্রিয় অছিম প্রামানিক আর নেই
বগুড়ার রামেশ্বরপুরের সেই শতবর্ষী বৃদ্ধ সবার প্রিয় মানুষ অছিম উদ্দিন প্রামানিক (১০০) আর নেই। বুধবার দিবাগত রাত ১২ টায় তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অছিম প্রামানিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় শ্রদ্বেয় সেই প্রিয় মানুষকে এক নজর দেখার জন্য শত শত মানুষ তার বাড়িতে ভীড় জমায়। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা,নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন ।তিনি গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়েনের জাগুলী গ্রামের মৃত মেহের প্রামানিকের পুত্র। আজ বৃহস্পতিবার বাদ জোহর তার নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রামেশ্বরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,বগুড়া পৌর আওয়ামীলীগের সভাপতি, গাবতলীর উপজেলা চেয়ারম্যান জনাব রফি নেওয়াজ খাঁন রবিন,বগুড়া পৌর আওয়ামীলীগের ১ নং ওয়ার্ড কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস আল মামুন,মরহুমের ছোট ছেলে ইসলাম আমিনুল পিন্টুসহ মরহুমের আত্মীয়স্বজন,এলাকার শত শত মুসল্লিবৃন্দ।

ষ্টাফ রিপোর্টার