বগুড়ায় ইয়াবাসহ আটক দুই
বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৩৮০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে দুপচাঁচিয়া উপজেলার চৌমহনী বাজার এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে চারটি মুঠোফোন ও সাতটি সিম জব্দ করা হয়। শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
আটকরা হলেন, উপজেলার পালপাড়া গ্রামের রনি কুমার পাল (২১) ও তারাজন গ্রামের মো. রাসেল (২১)। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আব্দুল্লাহ আল মামুন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, আটক হওয়া দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার বলেন, ইয়াবাসহ আটক দুজনকে মাদক মামলায় শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক