কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল প্রাঙ্গণে মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
আজ সকাল ১১ টায় কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল প্রাঙ্গনে মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২১ পালিত হয়েছে। ”শিশু খাবে মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার এই কথাটি বলতে হবে সবসময় সবার” এই স্লোগানে স্বেচ্ছাব্রতী সংগঠন বিকশিত বাংলাদেশ এর সহযোগিতায় প্রোগামটি আয়োজন করেছেন সমবায় ভিত্তিক নারী উদ্যোক্তা সংগঠন উমেন এন্ডিং হাঙ্গার। মাতৃদুগ্ধ সপ্তাহ- উপলক্ষ্যে আলোচনা সভাটি পরিচালনা করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর প্রোগ্রাম অফিসার মোছা. মালেকা বেগম। আলোচনায় অংশগ্রহণ করেন, কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল এর মেডিকেল অ্যাসিসটেন্ট মোছা. তাসকিন তাবাচ্ছুম বৃষ্টি, স্বাস্থ্য পাঠশালার শিক্ষার্থী মোছা. শাম্মী আক্তার, মোছা. শারমিন আক্তারসহ অনেকেই।
আলোচনা সভায় বক্তারা বলেন মায়ের দুধ শিশুর জন্য শুধুমাত্র শ্রেষ্ঠতম পুষ্টিকর ও সঠিক খাদ্য নয় বরং তা যে কোনো রোগ প্রতিরোধক টিকার চেয়ে অধিক শক্তিশালী ও কার্যকর। ডায়রিয়া, ইনফ্লুয়েন্জ্ঞা, অটাইটিস মিডিয়া, হারপিস ইনফেকশন, শ্বাসতন্ত্রের ইনফেকশন, নেক্রোটাইজিং এন্টারোপ্যাথি ইত্যাদি রোগের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়া ছাড়াও কৃত্রিম ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি করে।
ফর্মূলা বা কৃত্রিম শিশু খাদ্যে লালিত শিশুদের বিভিন্ন রোগে আক্রান্ত হবার ঝুঁকি মাতৃদুগ্ধে লালিত শিশুর চেয়ে অনেক অনেক বেশি। এসকল রোগ শিশুর স্বাভাবিক বৃদ্ধিকে ব্যহত করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি অনেকগুণ বৃদ্ধি করে।
মায়ের দুধ যে শুধু মাত্র শ্রেষ্ঠতম পুষ্টি ও রোগ প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন তাই নয় বরং তা শিশুর জীবন রক্ষার সাথে সাথে সাশ্রয়ীও- শিশুখাদ্য হিসেবে মাতৃদুগ্ধ পরিবারের খরচ ও সময় দুটোর সাশ্রয় করে থাকে।

প্রেস বিজ্ঞপ্তি