শিবগঞ্জে ভূয়া নিয়োগ পত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের বেল ঘড়িয়া গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আউট সোসিং এর মাধ্যমে চাকুরি দেওয়ার কথা বলে প্রতারণা করে এলাকার নিরীহ লোকজনের কাছ থেকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার কথা বলে ভূয়া নিয়োগ পত্র দিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শিবগঞ্জ থানা পুলিশ শুক্রবার বিকালে শিবগঞ্জ উপজেলার আটমূল থেকে ২ প্রতারককে গ্রেফতার করেছে।
গ্রেফতার কৃতরা হলেন আটমূল ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের মৃত ফজলু হাজীর ছেলে আব্দুল ওহাব (৩৫), আটমূল বন্দরের নওফেল আলী মন্ডলের ছেলে জাকারিয়া (৩২)। এ ঘটনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে অপরাধীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি