টিএমএসএস মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
টিএমএসএস মেডিকেল কলেজে ২০২০-২০২১ সেশনে এমবিবিএস কোর্সে ১৩তম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন গতকাল শনিবার ঠেঙ্গামারা বগুড়ায় প্রফেসর ডাঃ একেএম মাসুদুর রহমান হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন লাইন জুম প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ এ জেড এম মোস্তাক হোসেন। তিনি তার বক্তব্যে বলেন আজকে যারা শিক্ষার্থী আগামী দিনে তারা ডাক্তার হবে। ডাক্তার হয়ে সবাইকে মানব সেবাই আত্মনিয়োগ করতে হবে। পড়াশুনার পাশাপাশি সবাইকে যোগ্য মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশের জনগণের সেবাই নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ার অধ্যক্ষ প্রফেসর ডাঃ রেজাউল আলম জুয়েল, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) বগুড়ার সভাপতি প্রফেসর ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নু, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান ও টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রমূখ। আরও বক্তব্য রাখেন টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক প্রফেসর ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল এডুকেশন ডমিন প্রধান অধ্যাপক ডাঃ অনুপ রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ শাহজাহান আলী সরকার।
মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন টিএমএসএস মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ মোঃ জাকির হোসেন ও সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএমএসএস মেডিকেল কলেজের এমবিবিএস নবম ব্যাচের শিক্ষার্থী মোঃ রেজওয়ানুল হক ও তাওহীদা হোসেন।

প্রেস বিজ্ঞপ্তি