লকডাউনে কঠোর অবস্থানে শিবগঞ্জ উপজেলা প্রশাসন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধ কল্পে জন সচেতনতা পালনে সরকারি বিধি নিষেধ অমান্য করায় সরকার ঘোষিত লকডাউনের সময় সীমা বৃদ্ধির কারণে ৭ আগষ্ট শনিবার শিবগঞ্জ পৌর এলাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মাস্ক বিহীন জন সমাগম অপ্রয়োজনে ঘর থেকে বাইরে বের হওয়ার অপরাধে শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলী মন্ডল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি পৃথক মামলায় ১ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) সহযোগিতা করেন। ভ্রাম্যমান আদালতে জরিমানা পরিশোধ করায় কাউকে আটক করা হয়নি বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয় সূত্রে জানা গেছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি