পোরশায় আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভা
নওগাঁর পোরশায় ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বেলা সাড়ে ১০টায় উপজেলার সারাইগাছী আদিবাসী পাড়ায় সংগঠনের উপজেলা শাখার সভাপতি ধীরেন লাকড়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইচন পাহানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শাখার যুগ্ম আহবায়ক মহেন্দ্র পাহান, জেলা সদস্য সচিব মার্টিন মূর্মু, আদিবাসী যুব পরিষদ পত্নীতলা উপজেলা শাখার আহ্বায়ক পরেশ টুডু, পোরশা উপজেলা শাখার সহ সভাপতি মেরিনা হাসদা, সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র মুণ্ডা, নারী সদস্য মালতী এক্কা ,মংলি কুজুর, নিতপুর ইউনিয়ন শাখার সভাপতি বাবুলাল এক্কা, সাধারণ সম্পাদক রাজেন সিং,গাঙ্গুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি ভাদু হাসদা, ঘাটনগর ইউনিয়ন শাখার সভাপতি বুদা লাকড়া।
সভায় উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ পাহান, কেন্দ্রীয় সদস্য অনিল গজার, নওগাঁ জেলা শাখার সদস্য মিঠুন, পোরশা উপজেলা শাখার সভাপতি নিরেন পাহান, পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সুজিত পাহান, সদস্য শাকিল পাহান, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি চঞ্চল পাহান, সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র পাহান প্রমুখ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি