নন্দীগ্রাম ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচি শুরু
বগুড়ার নন্দীগ্রামে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ এর গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৭আগষ্ট) সকাল ৯টা থেকে ৫টি ইউনিয়নের ১টি করে টিকাদান কেন্দ্রে এ গণটিকাদান কর্মসূচি শুরু হয়। এ উপজেলার ৫টি ইউনিয়নে ৩ হাজার জনকে টিকা প্রদান করা হয়েছে। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহীতাদের ভীড় লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে নারীও পুরুষের জন্য আলাদা আলাদা বুথে টিকা প্রদান করা হয়েছে। উপজেলার টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্ , উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তোফাজ্জল হোসেন মন্ডল।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি