সারিয়াকান্দিতে ইউপি সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানী অভিযোগ আননেল এক নারী
সারিয়াকান্দি কামালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য আমজাদ হোসেনের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে থানায় হাজির হয়ে ওই মহিলা অভিযোগটি দায়ের করেন। এসময় নারীটির সাথে ছিল তার বড় মেয়ে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন দীর্ঘদিন থেকে নারীটির সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করেন। নারীটির পরিবার যমুনা নদী ভাঙ্গনের শিকার হয়ে বর্তমানে কামালপুর পরিত্যাক্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। নারীটির দুটি মেয়ে সন্তান রয়েছে। দারিদ্রতার সুযোগে ওই ইউপি সদস্য তার সাথে প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ গত বৃহস্পতিবার ভোর রাতে নারীটির ঘরে ঢোকার পরপরই বড় মেয়ে ঘটনাটি টের পেয়ে তার পড়নের কাপড় ধরে টানাটানি করতে থাকে। এক পর্যায়ে ইউপি সদস্য আমজাদ হোসেন পালিয়ে যায়। এব্যাপারে আমজাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগকারী নারীটি স্বাভাবিক প্রকৃতির নয়। নারীটি কিছুটা মানষিক ভারসাম্যহীন। কখন কি করে, কি যে বলে বোঝা বড় মুসকিল। তবে সে যদি অভিযোগ করেই থাকে তার নিজের বুদ্ধিতে করেনি। এব্যাপারে কামালপুর ইউপি চেয়ারম্যান হেদাইদুল ইসলাম বলেন, আমি ঘটনাটি জানার পর খোজ খবর নিয়ে দেখেছি ওই ইউপি সদস্য ঘটনাটির সাথে জড়িত আছে। তবে তারা প্রভাবশালী হওয়ায় মেয়েটি এতদিন মুখ খুলতে সাহস পায়নি। এব্যাপারে যোগাযোগ করা হলে সারিয়াকান্দি থানা পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, ওই নারীর অভিযোগটি পাওয়া গেছে। তবে ব্যাপক তদন্ত করে দেখা হবে আসল ঘটনাটি কি।

ষ্টাফ রিপোর্টার