নাটোরের গুরুদাসপুরে পিকআপ উল্টে নিহত ৬
নাটোরের গুরুদাসপুরে একটি পিকআপ উল্টে নারী ও শিশুসহ ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। রবিবার বেলা পৌনে ২টার দিকে কাছিকাটা টোলপ্লাজার অদুরে বাসস্ট্যান্ডের নিকট এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন। তবে প্রাথমিক অবস্থায় নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বনাপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, কুষ্টিয়া থেকে একটি পিকআপ ট্রাকে ১১জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে কাছিকাটা বাস্ট্যান্ডের কাছে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং বাকী ছয়জন আহত হয়। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়েছে।

অনলাইন ডেস্ক