পার্বতীপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রীতম সাহার যোগদান
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন প্রীতম সাহা। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার তিনি পার্বতীপুর উপজেলায় যোগদান করেন। ৩৫তম বিসিএস প্রশাসনের এই কর্মকর্তা মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। দীর্ঘদিন ধরে পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর পদটি শূণ্য অবস্থায় ছিল। তিনি যোগদান করায় এই বিভাগের কাজের গতি বেগবান হবে বলে অভিজ্ঞ মহল ধারনা করছে।
আজ সোমবার দুপুুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে পার্বতীপুরের সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা তাঁর অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, পার্বতীপুরের মানুষ ভূমি সংক্রান্ত যেকোনো ব্যাপারে আমার সাথে সরাসরি যোগাযোগ করে তাদের সমস্যার সমাধান করতে পারবেন। মানুষ যাতে হয়রানির শিকার না হন সে ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। সর্বপরি এখানকার ভূমি বিভাগকে দুর্নীতি মুক্ত রেখে ভূমি সেবা মানুুুষের দৌরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

অনলাইন ডেস্ক