শিবগঞ্জে জাতীয় স্বীকৃতি প্রাপ্ত দৃষ্টি প্রতিবন্ধী কে সংবর্ধনা
‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ এর আওতায় শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী দৃষ্টি প্রতিবন্ধী মিফতাহুল জান্নাত (২৪) জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
তিনি উপজেলার বিহার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। সে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স), এমএ (মাস্টার্স) ডিগ্রী অর্জন করায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারি কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ, নির্বাচন অফিসার আনিছুর রহমান।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি