শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা দিলেন যুবলীগনেতা
বগুড়ার শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করলেন শিবগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাফিউল সরকার সাফি। ৮ আগষ্ট রবিবার দুপুরে উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের রথবাড়ী শ্রী শ্রী লক্ষ্মীতলা দূর্গা মন্দির পরিদর্শন শেষে এ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এসময় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার যখনই মতায় আসে তখনই সকল ধর্মের মানুষের জীবন জীবিকার, রাষ্ট্রীয় ধর্মীয় সহ সকল ক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে। এ সরকার জন গণের সরকার। বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তর করার প্রত্যয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমানে উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্বের দরবারে চিহ্নিত হয়েছেন। তিনি বাংলাদেশকে অতি দরিদ্রর দেশ থেকে মুক্তি দিয়ে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। বর্তমানে কোভিড-১৯ মোকাবেলায় অনেক উন্নত দেশের থেকেও জন গণকে সুরখিত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় দেশ ব্যাপী গণ টিকার ব্যবস্থা করেছেন। যা অনেক উন্নত দেশ করতে পারেননি। এখন দেশে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করে যাচ্ছেন। জঙ্গিবাজ ও সন্ত্রাস দমনে তার দক্ষ পদক্ষেপ বাংলাদেশ কে দিয়েছে একটি নিরাপদ ভূখন্ড। তাই এ উন্নয়নকে ধরে রাখতে চাইলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি বিজন কুমার মোদক, সাধারণ সম্পাদক অসীম কুমার সরকার, শ্রী অন্তু সরকার, প্রদীপ কুমার প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক