প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১ ১৫:৪২

হিলি স্থলবন্দরে কাঁচামরিচ আমদানি শুরু

মোসলেম উদ্দিন, হিলি দিনাজপুর প্রতিনিধি
হিলি স্থলবন্দরে কাঁচামরিচ আমদানি শুরু

৮ মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে। 

শনিবার বেলা ১১ টায় হিলির আমিরুল মল্লিক রয়েল নামের সিএন্ডএফ এজেন্টের প্রথম কাঁচামরিচের একটি গাড়ি এবন্দরে প্রবেশ করে।
 
সিএন্ডএফ আমিরুল মল্লিক রয়েল জানান, দীর্ঘদিন কাঁচামরিচের আমদানি বন্ধ থাকার পর, তা আমদানির পারমিট পেয়েছি। আজ সকালে প্রথম আমার এক গাড়ি কাঁচামরিচ আমদানি হয়েছে। ৩০০ টাকা ডলারে প্রায় ১৩ মেট্রিকটন কাঁচামরিচ আনা হয়েছে। 
 
এবিষয়ে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, দীর্ঘ ৮ মাস বন্ধের পর হিলির কাঁচামরিচ আমদানি কারকরা তা আমদানির পারমিট পেয়েছেন। ভারত থেকে মরিচ আমদানি বন্ধ থাকায় দেশি বাজারে মরিচের দাম অনেক গুন বৃদ্ধি পেয়েছে। তবে আজ থেকে কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে। আশা করছি দেশি বাজারে মরিচের দাম স্বাভাবিক হবে।
উপরে