প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১ ১৬:০১

ইউপি নির্বাচনঃ হিলির আলীহাট ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী সুমন জনমত জরিপে এগিয়ে

হিলি প্রতিনিধি
ইউপি নির্বাচনঃ হিলির আলীহাট ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী সুমন জনমত জরিপে এগিয়ে

ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রচার প্রচারণায় নিজেদের প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। শুরু করেছেন গণসেেংযাগ। পোষ্টার লিফলেট সাটিয়ে দোয়া চাইছেন অনেকে। এতে পিছিয়ে নেই দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার আলীহাট ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা। 

উপজেলার ৩ আলীহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে জনমত জরিপে এগিয়ে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল। উপজেলা ছাত্রলীগের সভাপতি ছাড়াও সুমন মন্ডল বাংলাদেশ পূজা উৎযাপন কমিটি হাকিমপুর উপজেলা শাখার সভাপতি ও কোকতাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এরআগে তিনি ছাত্রলীগ হাকিমপুর ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সুমন মন্ডল বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজ থেকে ডিগ্রী ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে মাষ্টারস পাস করেন।

হাকিমপুর উপজেলার দক্ষিণ জামালপুর গ্রামের রশিদুল ইসলাম জয় জানান, সুমন মন্ডল জনমত জরিপে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন।  ইতিমধ্যে ব্যাক্তিগত তহবিল থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণসহ দু:স্থ ও অসহায় মানুষের খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করছেন।

জাংগই গ্রামের তাপস কর্মকার ও বাঁশমুড়ি গ্রামের সিরাজুল ইসলাম জানান, দিন যতই ঘনিয়ে আসছে এলাকার ভোটারদের মাঝে নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে। কে হচ্ছেন চেয়ারম্যান প্রার্থী, কে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে সর্বত্রই চলছে আলোচনা সমালোচনা। তবে এবারের আলীহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবার মুখেই সুমন মন্ডলের নাম। সুমন সাধারণ ভোটারদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে মতবিনিময়সহ গণসংযোগ অব্যাহত রেখেছেন। দল যদি তাকে মনোনয়ন দেয় সমুন চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে আশা করছি। 

হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আলীহাট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুমন মন্ডল জানান, ছাত্রলীগ করার কারণে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। সব সময় এলাকাবাসীর পাশে থেকেছি। করোনাকালে সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, মাস্ক বিতরণ করেছি। আগামী আলীহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি। প্রার্থী হয়ে নির্বাচিত হলে গণমানুষের উন্নয়নে নিজেকে বিলিয়ে দেব।

উপরে