প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১ ১৬:২৭

বগুড়ার শিবগঞ্জে আবেদনকারীদের মধ্যে কোভিড-১৯ এর টিকা প্রদান

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে আবেদনকারীদের মধ্যে কোভিড-১৯ এর টিকা প্রদান

বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনায় কোভিড-১৯ টিকা ১৪ আগষ্ট শনিবার টিকা প্রদান কার্যক্রমের আওতায় সিনোফার্ম (চায়না) এর ২য় ডোজের টিকা প্রদান করা হয়েছে ১শত ৮৮জনকে এবং এষ্ট্রেজেনেকা অক্সফোর্ড এর ২য় ডোজের টিকা ৪শত জনকে প্রদান করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তারক নাথ কুন্ডু জানান, প্রদান কার্যক্রমে শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ৩৬টি টিকা দান কেন্দ্রে এক যোগে ৭ আগষ্ট  এ কর্মসূচি আওতায় ৭ হাজার ১শত ৫৫ জনকে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে। এর ধারাবাহিকতায় শিবগঞ্জ উপজেলায় কোভিড-১৯ এর টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ১৪ই আগষ্ট পর্যন্ত এষ্ট্রেজেনেকা অক্সফোর্ডের ১ম ডোজের টিকা প্রদান করা হয়েছে ৮ হাজার ৯শত ১৮ জনকে এবং সিনোফার্ম (চায়না) এর কোভিড-১৯ এর ১ম ডোজের টিকা প্রদান করা হয়েছে ৬ হাজার ১শত ৪৪ জনকে। ২য় ডোজের   (কোভিড-১৯ ভ্যাকসিন) টিকা প্রদান করা হয়েছে ৪ হাজার ৪শত ২০ জনকে। এব্যাপারে শিবগঞ্জ এ পর্যন্ত প্রায় একার্যক্রম সরবরাহ থাকা পর্যন্ত অব্যাহত থাকবে। 

 

উপরে