প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১ ১৭:১০

বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমানের বড় ছেলে ইরামের ইন্তেকাল

ষ্টাফ রিপোর্টার
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমানের বড় ছেলে ইরামের ইন্তেকাল

বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এস এ টিভির স্টাফ রিপোর্টার আরিফ রেহমানের বড় ছেলে  ইরাম  আর রহমান (১৬) মস্তিস্কে প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন।

রবিবার বাদ যোহর শহরের কানুছগাড়ী জামে মসজিদে জানাযা নামায শেষে ভাইপাগলার মাযার মসজিদ গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। সে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী ছিল প্রয়াত ইরাম। তার জানাযা নামাযে বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহন করেন।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, আব্দুল মোত্তালিব মানিক, এস.এম কাওছার, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লব, কোষাধ্য কমলেশ মহন্ত সানু, দপ্তর সম্পাদক শফিউল আজম কমল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুল সুজন, ক্রীড়া সম্পাদক ইলিয়াস হোসেন, পাঠাগার সম্পাদক এইচ আলিম, কার্যনির্বাহী সদস্য জেএম রউফ, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, মিলন রহমান, তানসেন আলম, আব্দুর রহিম, ইনছান আলী শেখ, লতিফুল করিম, ফরহাদুজ্জামান শাহী, প্রবীর মহন্ত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বগুড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জেএম রউফ।

 

উপরে