পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসেন আলী(৩২) নামের এক যুবক মারা গেছেন। নিহত হোসেন আলী(৩২) নিতপুর এলাকার গোপীনাথপুর গ্রামের জামান আলীর ছেলে।
জানা গেছে, রোববার রাত ৮টায় নিজ বাড়ির গোয়াল ঘরে বিদ্যুতের লাইন মেরামত করছিলেন হোসেন আলী। এসময় বৈদ্যতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।