রাজশাহীতে দুই কেজি হেরোইনসহ গ্রেফতার ১
রাজশাহী মহানগরীতে দুই কেজি হেরোইনসহ শুকুর মণ্ডল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাঁকে গ্রেফতার করে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুকুর মণ্ডলের কাছ থেকে ১ কেজি ৯১৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এর আনুমানিক দাম প্রায় দুই কোটি টাকা। এ ব্যাপারে শুকুরের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।