প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১ ১৫:৫২

সারিয়াকান্দিতে রাকিবুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ-
সারিয়াকান্দিতে রাকিবুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
বগুড়ার সারিয়াকান্দির উপজেলার চন্দনবাইশার সন্তান হাফেজ মোঃ রাকিবুল হাসান (হৃদয়)  হত্যা মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির  দাবীতে সোমবার সকাল ১১টার দিকে চন্দনবাইশা ইউনিয়ন পরিষদ চত্বরে মানব বন্ধন কর্মসুচি করেছে উক্ত ইউনিয়নের সাধারন বাসিন্দারা।
 
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সারিয়াকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কড়িতলা এসএইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চন্দনবাইশা ইউনিয়ন আওয়ামীগের সাবেক সভাপতি মামুনুর রশিদের  উপর সন্ত্রাসী হামলা ও তার ছেলে হাফেজ মোঃ রাকিবুল হাসান (হৃদয়) (২৭) কে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির  দাবীতে  উক্ত মানব বন্ধন টি অনুষ্ঠিত হয়। 
 
চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান সাহাদত হোসেন  দুলালের সভাপতিত্বে আয়োজিত মানব বন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাদত হোসেন, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম দুখু, ইউপি সদস্য তোজাম্মেল হোসেন । বক্তাগন হাফেজ মোঃ রাকিবুল হাসান (হৃদয়)  হত্যা মামলার প্রধান আসামী  স্বাধীনসহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান । এসময়  রাকিবুল হাসান (হৃদয়)  এর মা আয়শা সিদ্দিকাসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
 
উল্লেখ্য গত ২০ জুলাই বগুড়া সদর থানার কৈপাড়া পুকুরপাড় এলাকায় হাফেজ মোঃ রাকিবুল হাসান (হৃদয়)  ও তার পিতা মামুনুর রশিদ নিজ বাড়ির নিচতলায় নিজস্ব দোকানে চিহিৃত চাঁদাবাজ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয় । পরের দিন ২১ জুলাই সকালে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ মোঃ রাকিবুল হাসান (হৃদয়) মৃত্যু বরণ করেন । 
উপরে