প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১ ১৬:৩৫

হিলিতে টাকা, টিন, চেয়ার, সেলাই মেশিন, অক্সিজেন, গাছ ও খাদ্য দিলো এমপি শিবলী

হিলি দিনাজপুর
হিলিতে টাকা, টিন, চেয়ার, সেলাই মেশিন, অক্সিজেন, গাছ ও খাদ্য দিলো এমপি শিবলী

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে টাকা, টিন, চেয়ার, অক্সিজেন, সেলাই মেশিন, গাছ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।

রবিবার সন্ধ্যায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে উপজেলা চত্ত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।
 
উক্ত বিতরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান, হিলি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব, শাহিনুর রেজা শাহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর থানা ওসি ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।
 
এসময়, বিআরডিপি'র পক্ষ থেকে ৪% লাভে ৬ জনকে ১ লাখ টাকা করে ঋণ দেওয়া হয়। ৪০ জন অসহায় মানুষকে ১ টি করে ফলের গাছ, ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি সেমাই ও ১ কেজি লবণ উপজেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়। উপজেলার পক্ষ থেকে ১৮ জনকে ১ ব্রাড টিন দেওয়া হয়। উপজেলা পরিষদের পক্ষ থেকে একজনকে একটি সেলাই মেশিন দেওয়া হয়, এটি চলমান রয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে ৪০ টি স্কুল, কলেজ ও মাদ্রসায় দেওয়া হয়েছে ৬ টি করে চেয়ার এবং দুইটি ফলের গাছ। আবার হিলি হাসপাতালেও দেওয়া হয়েছে একটি অক্সিজেন সিলিন্ডার। 
 
উপরে