প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১ ২১:৫৩

সৈয়দপুরে বাঙ্গালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে বাঙ্গালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে গতকাল ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী  ও জাতীয় শোক দিবস পালন করেছে সৈয়দপুর উপজেলার তিন নম্বর বাঙালীপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সংগঠনের ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক প্রভাষক মো. মেহেদী হাসান মন্ডল সুরোজ উদ্যোগে গৃহিত কর্মর্সূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,  দোয়া মাহফিল, মাস্ক বিতরণ ও আলোচনা সভা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মহসিনুল হক মহসিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একে এম রাশেদুজ্জামান রাশেদ।বাঙ্গালীপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচী দুলাল ওরফে বাবু’র সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক প্রভাষক মো. মেহেদী হাসান মন্ডল সুরোজ আওয়ামী লীগ নেতা মৃনাল কান্তি দাস প্রমূখ।

এতে অন্যান্যদের মধ্যে বাঙ্গালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, সহ-সভাপতি হাসমত উল্লাহ, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজার রহমান, আওয়ামী লীগ নেতা নরেন্দ্র নাথ রায়, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি  লাভলী ইয়াসমিনসাধারণ সম্পাদক জ প্রভাতী রায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ননী গোপাল ও সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র, সুবোধ চন্দ্র মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কালাম মন্ডল, জিতেন্দ্র নাথ, সাদেকুল ইসলাম, বাচচু ইসলাম, হামিদুল মন্ডল, রমেশ চন্দ্র আঃ রাজ্জাক, তাঁতী লীগ সভাপতি ঈশান মন্ডল, সাধারণ সম্পাদক ইত্তেখার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাদশা খান, ছাএলীগ নেতবৃন্দসহ  অন্যান্য উপস্থিত ছিলেন।শেষে সহস্রাধিক অসহায়, দুস্থ ও গরীব মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

উপরে